একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়|| সংবিধান MCQ & SAQ

পড়াশোনাঃ- একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায়ঃ সংবিধান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ MCQ & SAQ দেওয়া হল। এই অধ্যায়টি অন্তত দুইবার পড়ার পর আমাদের দেওয়া প্রশ্ন-উত্তর গুলো মুখস্ত করবে। প্রতিটি প্রশ্ন-উত্তর সেট পড়ার পর বিভিন্ন মকটেস্টগুলি অনুশীলন করবে, এতে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে।

 

সংবিধানMCQ & SAQ, একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ সংবিধান ছোট প্রশ্ন-উত্তর, ষষ্ঠ অধ্যায়ঃ সংবিধান নৈর্ব্যক্তিক প্রশ্ন-উত্তর, ষষ্ঠ অধ্যায়ঃ সংবিধান অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর আলোচনা করা হল যদি কোন প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় প্রশ্ন করতে পারবে ধন্যবাদ লেখাটি ধৈর্য ধরে পড়ার জন্য।


একাদশ শ্রেনীর রাষ্ট্রবিজ্ঞান ,ষষ্ঠ অধ্যায়ঃ সংবিধান থেকে গুরুত্বপূর্ণ MCQ




Q ➤ 1. পৃথিবীর বৃহত্তম সংবিধান কোনটি?


Q ➤ 2. ভারতের সংবিধান কীরূপ ?


Q ➤ 3. ইংল্যান্ডের সংবিধান কীরূপ ?


Q ➤ 4. পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান কোনটি?


Q ➤ 5. কোন দেশের অলিখিত সংবিধান রয়েছে?


Q ➤ 6. ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন?


Q ➤ 7. গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল?


Q ➤ 8 . গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে?


Q ➤ 9. গণপরিষদকে 'আইনজ্ঞদের স্বর্গ' কে বলেছেন?


Q ➤ 10. ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়?


Q ➤ 11. ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?


Q ➤ 12. ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল?


Q ➤ 13. মূল ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা ছিল?


Q ➤ 14. বর্তমানে ভারতীয় সংবিধানের মোট কয়টি তপশীল রয়েছে?


Q ➤ 15. ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল?


Q ➤ 16. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল কততম সংশোধনে?


Q ➤ 17. ভারতের কোন অঙ্গরাজ্যে জন্য পৃথক সংবিধান ছিল?


Q ➤ 18. ভারতের সংবিধান কোন দেশের সংবিধানকে অনুসরণ করেছে।


Q ➤ 19.গণপরিষদের একজন মহিলা সদস্যের নাম লেখো ?


Q ➤ 20. আম্বেদকরের মতে সংবিধানের আত্মা ও প্রান কেন্দ্র কাকে বলা হয়?


 

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ SAQ



1. সংবিধান কাকে বলে?


উত্তরঃ- সাধারণভাবে সংবিধান বলতে বোঝায় রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন অর্থাৎ কোনো রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি নিয়ম কানুনের প্রয়োজন হয় ।এই নিয়ম কানুন গুলিকে সংবিধান বলা হয়।


2. সংবিধান কয় প্রকার ও কি কি?


উত্তরঃ- সংবিধান সাধারণত দুই প্রকার। যথাঃ- 1. সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং  2. লিখিত ও অলিখিত সংবিধান।


3. সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে?


উত্তরঃ- যে পদ্ধতিতে আইনসভা দেশের সাধারণ আইন পাস করে সংবিধান সংশোধন করে বা পরিবর্তন করে। সেই সংবিধানকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান।


4. দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে?


উত্তরঃ- যে সংবিধান আইন সভায় সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংশোধন বা পরিবর্তন করা যায় না । সংশোধন বা পরিবর্তন করতে হলে 'বিশেষ পদ্ধতি' অবলম্বন করতে হয়, তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে।


5. লিখিত সংবিধান কাকে বলে?


উত্তরঃ- দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি বা নিয়মকানুনগুলো যদি একটি দলিলের আকারে লিপিবদ্ধ করা হয়, তাকে লিখিত সংবিধান বলে।


6. অলিখিত সংবিধান কাকে বলে?


উত্তরঃ- দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতি গুলি যখন প্রথা, আচার-ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে গড়ে ওঠে, তখন তাকে অলিখিত সংবিধান বলে।


7. লিখিত সংবিধানের দুটি সুবিধা লেখো।


উত্তরঃ- i. লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় হওয়ায় সরকার সহজে এরূপ সংবিধানকে পরিবর্তন করতে পারে না ।তাই এরূপ সংবিধান স্থায়ী হয়।

 ii.এরূপ সংবিধান স্থায়ী হওয়ায় জনগণের অধিকারের উপর সরকার হস্তক্ষেপ করতে পারে না । ফলে গণতন্ত্র বজায় থাকে।



8. লিখিত সংবিধানের একটি অসুবিধা লেখো।


উত্তরঃ- অনেক সময় লিখিত সংবিধানের ভাষাগত জটিলতা নিয়ে নানারকম তর্কবিতর্ক দেখা দেয়।


9. গণপরিষদ কাকে বলে?


উত্তরঃ- গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত ও গৃহীত হয়। জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয়, তাকে গণপরিষদ বলে।


10. 'ধর্মনিরপেক্ষ' কথাটির অর্থ কী? 


উত্তরঃ- ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না বা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দিবেন না। সব ধর্মই সমান মর্যাদা পাবে।



আরো পড়ো ......

একাদশ শ্রেণির বাংলা কবিতা নীল ধ্বজের প্রতি জনা প্রশ্ন-উত্তর


একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন-উত্তর


একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায় প্রশ্ন-উত্তর


একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন-উত্তর



Post a Comment

0 Comments