কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো||পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

 পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর ইতিহাস, প্রথম অধ্যায় 'অতীত স্মরণ' থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন " কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য লেখো। পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি লেখো।"- দেওয়া হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্নটি সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - মিথ ও লিজেন্ড এর মধ্যে পাğyú

র্থক্যগুলি লেখো লিজেন্ড এর বৈশিষ্ট্যগুলি কী কী, কিংবদন্তি কাকে বলে, পৌরাণিক কাহিনী কাকে বলে , বিভিন্ন দেশের পৌরাণিক কাহিনীগুলির উদাহরণ দাও, পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য ,প্রভৃতি

■ নির্দিষ্ট সূচীতেই পরীক্ষা হবে আগেই জানিয়ে ছিলাম। দুদিন পরেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ রচণাধর্মী প্রশ্নটি দেওয়া হলো। যেহেতু প্রশ্নের মান 8 তাই মাত্র ছয়টি পয়েন্ট দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 


বিষয় ইতিহাস 
অধ্যায় প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ  
প্রশ্নের ধরণরচণাধর্মী ।
প্রশ্ন সংখ্যা  একটি। 
প্রশ্নের মান  ৮ 


কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো। পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 

 

 

কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্য :- এই দুই ধরনের কাহিনীর মধ্যে বিশেষ পার্থক্য দেখা না গেলে ও উভয়ের মধ্যে কতকগুলি পার্থক্য দেখা যায়। যেমন - 

 শব্দের অর্থগত পার্থক্য :- ইংরেজি শব্দ লেজেন্ড থেকে বাংলা প্রতিশব্দ কিংবদন্তি শব্দের উৎপত্তি হয়েছে। ইংরেজি লেজেন্ড শব্দটি এসেছে আবার লাতিন শব্দ লেজেন্ডা থেকে। যার অর্থ হলো পাঠের বিষয়বস্তু। কিন্তু বাংলা পৌরাণিক কাহিনী শব্দটি এসেছে মিথ থেকে। যার অর্থ হলো গল্প বলা। 


সংজ্ঞাগত পার্থক্য :- সাধারণত মানবজীবনে বিভিন্ন কাজকর্মের এক মনজ্ঞ বিবরণ যা শ্রোতা ও বক্তা উভয়কেই সমৃদ্ধ করে,তাকে কিংবদন্তি বলে। আবার মানব সমাজ ও জগৎ সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেয় যা,তাকে পৌরাণিক কাহিনী বলে। 


চরিত্রগত পার্থক্য :- কিংবদন্তি চরিত্রগুলি হলো সাধারণ মানুষ। তাদের বিভিন্ন বীরত্বের বা কাজকর্মের কাহিনী থাকে কিংবদন্তিগুলিতে। তবে পৌরাণিক কাহিনীর মূল চরিত্রগুলি হলো -দেবদেবী। তাদের অলৌকিক বা লীলার কাহিনী থাকে। 


বিষয়বস্তুগত পার্থক্যঃ - বিভিন্ন লোককাহিনী , জনশ্রুতি ,প্রেমবিচ্ছেদের কাহিনী ,ডাকাত সন্যাসীর কাহিনী ,ভুত -প্রেতের গল্প প্রভৃতিকে কিংবদন্তি বলে। আবার পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু হলো -দেবতার জন্ম ,জগৎ সৃষ্টির রহস্য ,জন্ম -মৃত্যু ,প্রলয় ,পৃথিবীর ধ্বংস ,সর্গ -নরক প্রভৃতি। 


বিশ্বাসযোগ্যতা:- কিংবদন্তির ঘটনাগুলি  অবিশ্বাসযোগ্য মনে হলেও ঘটনাগুলির বাস্তবতা ও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় । তবে পৌরাণিক কাহিনীতে যে ঘটনার বিবরণ থাকে তার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না।


ভিত্তিগত পার্থক্যঃ- কিংবদন্তি গড়ে উঠেছে কোনো বিশেষ অঞ্চলের লোকাচার , লোকবিশ্বাস ও সমাজের ওপর ভিত্তি করে। আবার পৌরাণিক কাহিনী গড়ে উঠেছে মূলত ধর্মকে কেন্দ্র করে।


অন্যান্য পার্থক্যঃ- এছাড়াও কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে ইতিহাসের উপাদানগত, কালগত, তত্ত্ববিষয়ক, কল্পনাসংক্রান্ত প্রভৃতি বিষয়ের পার্থক্য দেখা যায়।


পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্যঃ- পৌরাণিক কাহিনীর কতকগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। যেমনঃ-


অতীতের জ্ঞানঃ- পৌরাণিক কাহিনী থেকে অতীতকালের জ্ঞান সঞ্চয় করা যায়। যেমন- ভারতের বিভিন্ন রাজা, স্থানের, যুদ্ধের, দেবদেবী ও সময়ের কথা জানা যায়।


ধর্মভিত্তিকঃ- পৌরাণিক কাহিনীগুলি মূলত গড়ে ওঠে ধর্মীয় আচার আচরণ, রীতিনীতি, সংস্কার প্রভৃতিকে কেন্দ্র করে। পাপ-পুণ্য , স্বর্গ-নরক প্রভৃতির ধারণা পাওয়া যায় পৌরাণিক কাহিনীতে।

সার্বজনীনতাঃ- আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর বিভিন্ন দেশেই পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। এই কাহিনীতেগুলিতে  জগৎ সৃষ্টি, পৃথিবী ধ্বংস, মহা প্রলয়ের বর্ণনা ও ভবিষ্যদ্বাণী করা হয়েছে।




আরো পড়ো......


লোককথা কাকে বলে ?লোককথার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 


জাদুঘর কাকে বলে ? অতীত পূনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। 


 প্রথম অধ্যায় অতীত স্মরণ MCQ & SAQ 


উচ্চ মাধ্যমিক ইতিহাস ফাইনাল সাজেশন2022


তৃতীয় অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া MCQ & SAQ 


ফ্রী অনলাইন মোক টেস্ট  ইতিহাস 


Post a Comment

0 Comments