দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন ২০২৩||WB H.S EXAMINATION ROUTINE 2023

 WB H.S EXAMINATION ROUTINE 2023:-দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন ২০২৩- পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে । শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা  আগামী ১৪ই মার্চ থেকে শুরু হচ্ছে।যা চলবে  তাই সমস্ত রকম অবহেলা দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে আদাজল খেয়ে আমাদের নেমে পড়তে হবে পরীক্ষার প্রস্তুতির জন্য। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর পক্ষ থেকে যে রুটিন তা তোমরা  PDF আকারে DOWNLOAD করতে পারবে।


■ অবশ্যই রুটিন ভালোভাবে লিখে নিয়ে রাখবে। কারণ অনেক সময় দেখা যায় ইতিহাস পরীক্ষার দিন দর্শন পড়ে গেছে, আবার বাংলা পরীক্ষার দিন ইংরেজি পড়ে পরীক্ষা দিতে গেছে। ফলে তাদের রেজাল্ট খারাপ হয়েছে। বোর্ডের রুটিন ডাউনলোড করতে হলে তোমরা- WWW.WBCHSE.NIC.IN  এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুটিন ডাউনলোড করে রাখতে পারবে। তোমাদের প্রত্যেকের প্রস্তুতি ভালো হোক এবং পরীক্ষার রেজাল্ট ভালো হোক তা আমরা কামনা করি।

EXAM NAMEH.S
BOARDWBCHSE
EXAM START16TH MARCH
EXAM END27TH MARCH
EXAM TIME10 AM
OFFICIAL WEBSITEwbchse.nic.in


কোন দিন কোন পরীক্ষা হবে? তা দেখে নিন এক ঝলকে -দ্বাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন ২০২৩

WBCHSE H.S FINAL BOARD EXAMINATION ROUTINE 2023



>উচ্চমাধ্যমিকের বোর্ডের পরীক্ষার রুটিন। পরীক্ষা শুরু হবে সকাল 10 টা থেকে দুপুর 1 টা 15 মিনিট পর্যন্ত। প্রত্যেক শিক্ষার্থীকে 30 মিনিট পূর্বে হল ঘরে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীরা কোনরকম ইলেকট্রিক যন্ত্র ,মোবাইল ক্যালকুলেটর সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না। প্রত্যেক শিক্ষার্থীর মুখে মাক্স থাকা চাই ।অতিরিক্ত যে 15 মিনিট সময় দেওয়া হয়েছে সেই সময়ে শিক্ষার্থীরা নিজের নাম, রোল নাম্বার ,রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্যে। প্রথমে 30 মিনিট সময় দেওয়া হবে MCQ SAQ প্রশ্নপত্রের জন্যে।  2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে রচনাধর্মী প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। সর্বমোট 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে শিক্ষার্থীরা। এবার দেখে নাও 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারিখ ও বার অনুযায়ী রুটিন-



 
DateDaySubject 
14/03/23মঙ্গলবারবাংলা (প্রথম ভাষা),
 ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা),
নেপালি (প্রথম ভাষা), উর্দু (প্রথম ভাষা),
সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাত, পঞ্জাবি
16/03/23 বৃহস্পতিবারইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা,
 হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংলিশ।
17/03/23শুক্রবারভোকেশনাল বিষয় - হেলথ কেয়ার,
অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং,
 সিকিউরিটি, আইটি ও আইটিইএস,
ইলেকট্রনিকস, টুরিজম ও হসপিটালিটি,
 প্লাম্বিং, কন্ট্রাকশন।
18/03/23শনিবাররাষ্ট্রবিজ্ঞান, বায়োলজিক্যাল সাইন্স,
বিজনেস স্টাডিজ।
20/03/23সোমবারইতিহাস, অংক,
সাইকোলজি,
এনথ্রপলজি, এগ্রোনোমি।
21/03/23মঙ্গলবারপরিবেশ বিদ্যা, মডার্ন কম্পিউটার
 অ্যাপ্লিকেশন,
কম্পিউটার সাইন্স,
হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন,
মিউজিক ,
ভিজুয়াল আর্ট।
22/03/23বুধবার  দর্শন,সমাজবিজ্ঞান ,
কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ
অডিটিং।

23/03/23বৃহস্পতিবারশিক্ষা বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, নিউট্রিশন ,
একাউন্ট্যান্সি। 
24/03/23শুক্রবারইকোনকিমস। 
 25/03/23শনিবারসংস্কৃত, রসায়নবিদ্যা, জার্নালিজম
এন্ড মাস কমিউনিকেশন,
পার্সি, আরবি, ফ্রান্স।
27/0
3/23
সোমবারস্ট্যাটিসটিক্স, জিয়োগ্রাফি,
কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম
 ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
। 


উচ্চমাধ্যমিক পরীক্ষা হলের প্রস্তুতি কীভাবে নেবে? দেখে নাও একনজরে- 

1. পরীক্ষার প্রয়োজনীয় জিনিসপত্র পরীক্ষার আগের দিন রাতেই গুছিয়ে রাখবে।


2. প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম 15 মিনিট ভালো করে পুরো প্রশ্নগুলি পড়বে । এরপর প্রশ্নপত্র  দেখে যে প্রশ্নের উত্তর লিখবে, সেগুলি কলম দিয়ে টিক চিহ্ন দাও। পরীক্ষার খাতায়  নিজের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, তারিখ নির্ভুলভাবে লিখবে।


3. পরীক্ষার খাতার চারপাশে অবশ্যই স্কেল দিয়ে মার্জিন টানবে। উপরের দিকে চার আঙ্গুল, বামদিকে দুই আঙ্গুল, ডান দিকে এক আঙ্গুল এবং নিচের দিকে দুই আঙ্গুল জায়গা ছেড়ে দিয়ে এই মার্জিন টানবে।


4. বেল পরার পর যে যে প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে লিখতে পারবে, সেই সকল প্রশ্নের উত্তর অবশ্যই আগে লিখবে।


5. উত্তর লেখার সময় অবশ্যই হাতে পড়া ঘড়ির সময় দেখে লিখবে, প্রতিটি উত্তর সময়ের মধ্যে সুন্দর হাতের লেখায় লিখবে।


6. প্রতিটি উত্তর যে গ্রুপ থেকে লিখবে সেই গ্রুপ অবশ্যই আলাদা কালি দিয়ে পয়েন্ট করে খাতায় লিখবে এবং যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের নম্বরটি সঠিকভাবে বসাবে। তা না হলে পুরো উত্তর কাটা পড়তে পারে।


7. প্রতিটি প্রশ্নের উত্তর To the point answer লেখার চেষ্টা করবে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে অযথা বানিয়ে বানিয়ে বড় গল্প আকারে লিখবে না।


8. প্রতিটি উত্তর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। অযথা হিজিবিজি করে কাটাকাটি করবে না বা লাইনগুলো যাতে বাঁকা না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবে।


9. যতগুলি লুজ পেজ নেবে তার প্রত্যেকটিতে 1,2 ,3...করে নাম্বারিং করবে এবং নাম ও রোল নম্বর অবশ্যই লিখবে।


10. প্রত্যেক পরীক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা। তোমাদের পরীক্ষা ভালো হোক -  এই কামনা করি।

*********সম্পূর্ণ রুটিন পেতে Click Here to Download


TO KNOW MORE.....


******** মহুয়ার দেশ কবিতার বড়ো প্রশ্ন ও উত্তর *********************


*******কে বাঁচায় কে বাঁচে কবিতার বড়ো প্রশ্ন ও উত্তর *****************


*********মাধ্যমিক আঞ্চলিক ভূগোল ।।দ্বিতীয় অধ্যায়ঃ প্রশ্নও উত্তর ****


  ***********দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ।। প্রশ্ন ও উত্তর ***************


 ***** দশম শ্রেণীর বাংলা ।। সিরাজদৌল্লা।। বড়ো প্রশ্ন ও উত্তর *********



Post a Comment

0 Comments