উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ & SAQ

উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ & SAQ

 পড়াশোনা:-দ্বাদশ শ্রেণীর ইতিহাস, তৃতীয় অধ্যায় MCQ & SAQ। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রশ্ন - উত্তর  সাজানো হয়েছে। তবে প্রতি বছরের জন্য এই প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা খুজে চলেছে - উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় mcq , উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ, দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় mcq, দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় SAQ   প্রভৃতি

■ নির্দিষ্ট সূচীতেই পরীক্ষা হবে আগেই জানিয়ে ছিলাম। দুদিন পরেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে। তাই তোমাদের কথা ভেবেই আজকে এই গুরুত্বপূর্ণ রচণাধর্মী প্রশ্নটি দেওয়া হলো। যেহেতু প্রশ্নের মান 8 তাই মাত্র ছয়টি পয়েন্ট দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরের PDF দেওয়া হলো। বার্ষিক পরীক্ষায় 99% সম্ভাবনা আসার। 

বিষয় ইতিহাস 
অধ্যায় তৃতীয় অধ্যায়ঃঔপনিবেশিক
আধিপত্যের প্রকৃতি।  
প্রশ্নের ধরণMCQ & SAQ ।
প্রশ্ন সংখ্যা  MCQ - 37
SAQ - 15 
প্রশ্নের মান 1


উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ থেকে গুরুত্বপূর্ণ MCQ & SAQ




Q ➤ ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন?


Q ➤ রায়তওয়ারি বন্দোবস্ত এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিয়েছিলেন?


Q ➤ ভারতের কোথায় প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়?


Q ➤ নানকিং এর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল?


Q ➤ ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কোন বিভাগকে বলা হয়?


Q ➤ পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 সালের কত তারিখে?


Q ➤ ভারতীয় সিভিল সার্ভিসের নিযুক্ত হওয়ার জন্য কবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়?


Q ➤ ইস্ট ইন্ডিয়া কম্পানি অ্যাক্ট কার উদ্যোগে পাস হয়?


Q ➤ মীর কাসিম বাংলার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন?


Q ➤ রেগুলেটিং আইন কবে পাস হয়?


Q ➤ চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


Q ➤ গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল?


Q ➤ কলকাতা নগরের প্রতিষ্ঠা কে করেন?


Q ➤ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?


Q ➤ ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?


Q ➤ ভারতের রেলপথের জনক কাকে বলা হয়?


Q ➤ নজরানা পদ্ধতি কোথায় প্রচলিত ছিল?


Q ➤ অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?


Q ➤ পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল?


Q ➤ কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়?


Q ➤ কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান?


Q ➤ পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেন?


Q ➤ পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়?


Q ➤ দ্বিতীয় আফিমের যুদ্ধ কবে শুরু হয়?


Q ➤ শিমনোসেকির সন্ধি কাদের মধ্যে হয়েছিল?


Q ➤ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে?


Q ➤ কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?


Q ➤ তাইপিং কথার অর্থ কী?


Q ➤ স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা কবে হয়?


Q ➤ সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়?


Q ➤ কবে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়?


Q ➤ কে ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত ছিলেন?


Q ➤ বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?


Q ➤ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?


Q ➤ ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?


Q ➤ অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন?


Q ➤ ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন?





উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণSAQ


1. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?

Ans- 1759 সালে চীনের আদালত বিদেশীদের জন্য ক্যান্টন বন্দরকে খুলে দেওয়ার নির্দেশ দেয়। ফলে বন্দরকে কেন্দ্র করে চিনে বিদেশিদের যে বাণিজ্য প্রথার সূচনা হয়, তা ক্যান্টন বাণিজ্য নামে পরিচিত।


2. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন কার কাছ থেকে দেওয়ানি লাভ করে?



Ans - 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল।


3. বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


Ans- বেসিনের সন্ধি 1802 সালে লর্ড ওয়েলেসলি অদ্বিতীয় বাজিরাও এর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।


4. ভারতের প্রথম পাটকলটি কে কবে কোথায় স্থাপন করেন?


Ans- জর্জ অকল্যান্ড 1855 সালে কলকাতার নিকটবর্তী রিষড়ায় ভারতের প্রথম পাটকল কে স্থাপন করেন ।



5. দাদন কী? 


Ans- ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতীদের কাপড় তৈরীর জন্য যে অগ্রিম অর্থ প্রদান করা হতো কঠিন গুলিতে দাদার নামে পরিচিত।


6. এজেন্সি প্রথা কী? 


Ans- 1753 থেকে 1765 খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানির চুক্তি অনুসারে এজেন্টের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করতে।ফলে তারা নিজেদের লাভের অংশ রেখে কোম্পানিকে দিত। তাই কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো, এই  ব্যবস্থাকে এজেন্সি প্রথা বলে।

7. কাও- তাও-প্রথা কী?


Ans- চীনের সম্রাটদের প্রতি বিদেশী রাষ্ট্রের দুতেরা চিনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয়বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথাকে কাও তাও প্রথা বলা হত।  


8. তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?


Ans- তাইপিং বিদ্রোহ 1857 সালে চীনের সংঘটিত হয়েছিল।


9. কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?


Ans- লর্ড ডালহৌসি 1849 সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।


10. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন?


Ans- 1793 সালের 22 শে মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।


11. বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?


Ans- 1764 সালে মীর কাসিম , সুজা-উদ-দৌল্লা ও দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজিতে কোম্পানির বক্সারের যুদ্ধ হয়েছিল।

12. অবশিল্পায়ন বলতে কী বোঝো?


Ans- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়ে যায়, এই ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়।


13. কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়?


Ans- 1776 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংস এর মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল।


14. দস্তক বলতে কী বোঝো?


Ans- মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 সালে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার অধিকার দেন তা দস্তক নামে পরিচিত।


15. বেসিনের সন্ধির দুটি শর্ত লেখ।


Ans- I. পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন।
         II. পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয় ।







Post a Comment

1 Comments